Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদিকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ৭:৩৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বা রাজ্যের গভর্নর। মমতার বিপুল জয়ে আগেই শুভেচ্ছার সৌজন্য বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।–আজকাল, এইসময়, ইন্ডিয়া টাইমস

সেসময় তিনি মমতার নতুন সরকারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। যদিও ফোন করে অভিনন্দন জানাননি। এবার মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করে সৌজন্য দেখালেন মমতা। বুধবার টুইট করে মমতা লেখেন, শুভেচ্ছা জানানোর জন্য মোদিজিকে ধন্যবাদ। আশা করি, বাংলার উন্নতির জন্য কেন্দ্র সবরকম সহযোগিতা করবে। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা কেন্দ্রের পাশে আছি। অন্যান্য চ্যালেঞ্জের মাঝেই একসঙ্গে এই ভাইরাসকে হার মানাতে হবে। আর এভাবেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুসম্পর্কের নয়া নজির গড়তে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ