Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ৪টি দূরপাল্লার বাস আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১১:৫৯ এএম

করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী চলমান গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রি নিয়ে ঢাকার যাওয়ার পথে যশোরে ৪টি দূরপাল্লার বাস আটক করেছে পুলিশ।

যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড ও মণিরামপুর বাজার থেকে মঙ্গলবার রাতে বাস চারটি আটক করা হয়। তবে, যাত্রীদের পুলিশি উদ্যোগে বাস চারটিতে থাকা ৮৪জন যাত্রীদের মাইক্রোবাস ও প্রাইভেটকারে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

যশোর ট্রাফিক ইন্সপেক্টর সুবেন্দু কুমার মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

খবর পেয়ে যশোর মণিরামপুর বাজার থেকে ঠিকানা পরিবহন ও গ্রিনবাংলার দুটি বাস আটক করা হয়। এরপর যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ