Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেঙে পড়ছে চীনা রকেটের ১০০ ফুট অংশ! ধেয়ে আসছে পৃথিবীর দিকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ৮:৩৮ এএম

গত ৫ মে চীনের হেনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘দ্য লং মার্চ-৫বি ক্যারিয়ার রকেটটি’ পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। কিন্তু সেই রকেট নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে এটি পৃথিবীর যেকোনো কোথাও পড়তে পারে।
রকেটটি সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করতে পারলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এটি এখন পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে। তবে এর ভেতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে কয়েকদিনের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়বে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, রকেটের অংশটি জনবসতিপূর্ণ কোথাও আছড়ে পড়লে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের বিশেষজ্ঞ জনাথন ম্যাকডোয়েল বলেছেন, ‘পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। চীন এর আগেরবার যখন ‘লং মার্চ ৫বি রকেট’ উৎক্ষেপণ করেছিল তখনও কিছু বড় লম্বা ধাতব অংশ পড়ে আইভরি কোস্টে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এর বেশিরভাগ অংশই জ্বলে গিয়েছিল। তবুও প্রচুর ধাতব টুকরো পৃথিবীতে এসে পড়েছিল। আমরা খুব ভাগ্যবান যে তখন কেউ হতাহত হয়নি।’
মঙ্গলবার চীনা রকেটের ওই অংশটি প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করছিল। এর গতিবেগ ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার। সেদিন পৃথিবী থেকে এটি ৩০০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় ছিল।
সর্বশেষ খবর অনুযায়ী, রকেট খণ্ডটি প্রায় ৮০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছিল। স্পেসনিউজ জানিয়েছে, রকেটের ওই অংশটি আর নিয়ন্ত্রণে নেই। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে এটি ঠিক কোথায় অবতরণ করবে তা এখনই অনুমান করা সম্ভব নয়।
তবে ম্যাকডোয়েলের অনুমান, এটি সম্ভবত সমুদ্রে পড়তে পারে। রকেটের কিছু টুকরো হয়তো পৃথিবীতে এসে পড়বে। তাতে করে এটি ১০০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার মতো হবে।
১৯৯০ সাল থেকে পৃথিবীতে যতগুলো রকেটের অনিয়ন্ত্রিত রিএন্ট্রি ছিল তার সবই ১০ টনের কম। তবে ‘লং মার্চ ৫বি রকেট’ এর অংশটির ওজন প্রায় ২১ টন বলে মনে করা হচ্ছে।
এটি আগামী ১০ মে এর দুইদিন আগে বা পরে পৃথিবীতে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে। ম্যাকডোয়েল জানায়, একবার পৃথিবীতে ফিরে আসার দিনটি স্পষ্ট হয়ে গেলে ঠিক কখন এটি অবতরণ করবে তা ছয় ঘণ্টা আগে অনুমান করা যাবে। সূত্র : গার্ডিয়ান



 

Show all comments
  • Mk Mizan ৫ মে, ২০২১, ১২:১৬ পিএম says : 0
    Allah tmi rokkha koro.. Amin
    Total Reply(0) Reply
  • Sharif Nazmul ৫ মে, ২০২১, ১২:১৬ পিএম says : 0
    মাস্ক পড়ে এমনি অশান্তি লাগে এখন আবার হেলমেট পরে গুরতে হবে। চায়নাদের যন্ত্রনায় এ পৃথিবীতে survive করাই কঠিন হয়ে পরছে।
    Total Reply(0) Reply
  • Rajib Biswas ৫ মে, ২০২১, ১২:১৭ পিএম says : 0
    কাজের কাজ তো কিছু পারে না যত্তসব আকাম। অনিয়ন্ত্রিত ভাইরাসের পর,এইবার অনিয়ন্ত্রিত রকেট!
    Total Reply(0) Reply
  • Syed Tomal ৫ মে, ২০২১, ১২:১৭ পিএম says : 0
    Amader gayer opur porbe naki abar !
    Total Reply(0) Reply
  • Arifur Rahman ৫ মে, ২০২১, ১২:১৮ পিএম says : 0
    কনে যে পড়বেনে সেইডা নিয়ে টেনশনে আছি!
    Total Reply(0) Reply
  • Mizanur Rahman ৫ মে, ২০২১, ৬:২০ পিএম says : 0
    ধেয়ে আসছে, ধেয়ে আসছে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। কোন দিকে বা কোথায় পড়তে পারে সেটা বলেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাকাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ