Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের মহাকাশকেন্দ্রের সঙ্গে যুক্ত হলো মালবাহী মহাকাশযান থিয়ানচৌ-৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ৫:৫১ পিএম

চীনের মহাকাশকেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে মালবাহী মহাকাশযান থিয়ানচৌ-৫। চীনের মানববাহী মহাকাশ সংস্থা কার্যালয় এ তথ্য জানিয়েছে।

বেইজিং সময় আজ (শনিবার) দুপুর ১২টা ১০ মিনিটে মহাকাশকেন্দ্রের সাথে থিয়ানচৌ-৫-এর ডকিং সম্পন্ন হয়।

কার্যালয় জানায়, ডকিংয়ের কাজটি দুই ঘন্টার মধ্যে শেষ হয়। সময়ের হিসেবে এটি একটি বিশ্ব রেকর্ড।

উল্লেখ্য, এর আগে একই দিন সকাল ১০টা ৩ মিনিটে লংমার্চ-৭ পরিবাহক রকেটের সাহায্যে থিয়ানচৌ-৫-কে মহাকাশে উত্ক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ১১ মিনিটের মধ্যে মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালবাহী মহাকাশযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ