Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে দানশীলতার মহিমা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

পবিত্র মাহে রমজান মুমিনদের বসন্তকাল। ধর্মপ্রাণ মুসলমানরা এ মাসব্যাপী সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিভিন্ন নফল ইবাদাতেও ডুবে থাকে। আর দানশীলতা হলো রমজানের অন্যতম নফল আমল। মহান আল্লাহতা’লা রমজানে প্রতিটি নফল ইবাদতে ৭০ গুণ সওয়াব বাড়িয়ে দেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-ও রমজানকে দানের মাস হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। দানশীলতার মধ্য দিয়ে একদিকে যেমন অন্তর আত্মা পূণ্যলাভ করে তেমনি অপর দিকে দীন-দুঃখী মানুষদের মাঝেও সচ্ছলতা ফিরে আসে। দান যে কোনো বয়সেই করা যায়, খুব ছোট কিছু দান করেও আমরা প্রিয়জনদের মুখে হাসি আনতে পারি। সাধ্যমতো দান করে, রমজানের ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজকে সাবলম্বী করতে পারি। এই দান শুধু পূণ্যই আনে না, আমাদের উত্তম মানসিকতারও পরিচয় দেয়। তাই করোনাকবলিত পবিত্র মাহে রমজানে বেশি বেশি দান করে আমরা মানবিকতাকেও ফুটিয়ে তুলতে পারি।
রুকাইয়া মিজান মিমি
শিক্ষর্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন