গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
করোনা রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্ব-উদ্যোগে বাহিনীর ৩০জন মেডিকেল অ্যাসিসটেন্টকে গত ১ মে থেকে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত করেছে। উল্লেখ্য যে, তারা ইতোপূর্বে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হতে ১ বছর মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ চলাকালীন করোনা রোগীসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ইতোপূর্বে প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রম প্রতিপালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে লক ডাউন বাস্তবায়ন, করোনা আক্রান্তদের বাসায় সতর্কতামূলক লাল পতাকা উত্তোলন, বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা প্রদান, নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ ও অন্যান্যদের বিতরণে সহযোগিতা প্রদান, সুরক্ষা সামগ্রী বিতরণ, বোরো চাষীদের ধান কাটা, করোনার টিকা প্রদানে সকলকে উৎসাহিত ও নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতাকরনসহ করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।