নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিজয় দিবস মহিলা খো খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার হিম শীতের সকালে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত ফাইনালে আনসার ২০-৮ পয়েন্টে প্রেসিডেন্ট একাদশ দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা বেগম গিনি এমপি। এ সময় খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল ও বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন হয়ে রায়হান উদ্দিন ফকির বলেন, ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পর যতগুলো প্রতিযোগিতা হয়েছে, সবগুলোতেই চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছে আনসার। এই দলগুলো থেকে বাছাই করে আমরা পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক মানের সেরা দল গড়ে তুলবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।