নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় জাতীয় ফুটভলি টুর্নামেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার ও নারী বিভাগে জহিরুল স্পোর্টস একাডেমি (জেএসএ) চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সকালে পল্টন ময়দানে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেএসএ। একই ভেন্যুতে পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে আনসার ২-১ সেটে পুলিশকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খানসহ অন্যান্য কর্মকর্তারা। এবারের প্রতিযোগিতার পুরুষ বিভাগে ১৪টি ও নারী বিভাগে ৮টি দল অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।