Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে শিবির সভাপতি-সম্পাদক আটক

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ৩:৫০ পিএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তানজিদ হাসান (২৫) ও সাধারণ সম্পাদক মোঃ সাকিব (১৯) কে আটক করছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার আবাসিক ছাত্রবাসের এক গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে সংগঠনের কয়েকটি বই উদ্ধার করা হয়।তানজীদ হাসান রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের দেলোয়ার হোসেন সফিকের ছেলে। তিনি রামগতি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও রায়পুর সাথী শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে সাকিব চরআলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের মোঃ সোবহানের ছেলে ও উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক

পুলিশ জানায়,নাশকতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার রাত দেড়টার দিকে আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলা সভাপতি ও সেক্রেটারি দুজনকেই আটক করেন।এ সময় তাদের কাছে সংগঠনের কয়েকটি বই পাওয়া যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাস খোলা রয়েছে। সেখানে শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি সরব থাকে।তাদোর কাছে গোপন সূত্রে খবর আসে, লকডাউনকে কেন্দ্র করে শিবির নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে। ঘটনাটি পুলিশকে জানালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান,গোপন বৈঠক থেকে শিবির নেতা তানজীদ ও সাকিব কে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের দুজন কে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ