পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
করোনার উচ্চ সংক্রমণরোধে দেশে এখন কঠোর লকডাউন চলছে। ফলে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ বাহিরে বের হচ্ছেন না। অন্যদিকে কঠোর লকডাউন থাকায় দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টেগুলো কার্যত প্রায় বন্ধ রয়েছে। ফলে রাস্তায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ, ছিন্নমূল কুকুর ও বিড়ালগুলো অসহায় হয়ে পড়েছে। এসব প্রাণী নিয়মিত খাবার পাচ্ছে না। খাবার না পাওয়ার কারণে অসুস্থ ও রোগাক্রান্ত হয়ে নেতিয়ে পড়েছে। বেওয়ারিশ এসব প্রাণীকে আমাদের বাঁচাতে হবে। কারণ এগুলোও আমাদের পরিবেশের অংশ এবং বাস্তুসংস্থানের গুরুত্বপূর্ণ উপাদান। যতটুকু পারা যায় এদের খাবার দিয়ে সাহায্য করা উচিত। আমরা চাইলে আমাদের বাসাবাড়িতে বেঁচে যাওয়া কিংবা উচ্ছিষ্ট খাবার এদের দিতে পারি। মানুষ নিজের খাবার নিজে তৈরি করে কিংবা কারও কাছে চেয়ে খেতে পারে। কিন্তু অবলা প্রাণীগুলো এসবের কিছুই পারে না। তাই সকলেরই উচিত এদের সাহায্যে এগিয়ে আসা।
ডলি আক্তার
মিরপুর, ঢাকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।