পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সঙ্গে বয়ে যাওয়া গরম বাতাসে বিস্তীর্ণ এলাকার জমির ধান চিটা হয়ে গেছে। হঠাৎ এমন দুর্যোগে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। কোনো কোনো এলাকায় ধান চিটা হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে শাকসবজিও। বিশেষজ্ঞদের মতে, ধানের ফুল আসা বা পরাগায়ণের আগে-পরে অতিরিক্ত তাপমাত্রা ধানের জন্য ক্ষতিকর। গরম বাতাসের কারণে ধান চিটা হয়ে যায়। এক্ষেত্রে কিছু করার নেই। এখন চাষি ভাইদের জন্য করণীয় হচ্ছে, খেতে পানি ধরে রাখা। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, এখন প্রয়োজন জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি রাখা। এতে করে হিট শক কিছুটা অ্যাডজাস্ট করা যাবে। নানা রকম প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা বারবার ক্ষতিগ্রস্ত হন। বিশেষজ্ঞদের উচিত হবে, সব সময় কৃষকদের পাশে থেকে তাদের তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জ্ঞান প্রদান করা। এছাড়া সম্ভব হলে আগাম সতর্কবার্তা প্রদানের ব্যবস্থাও করা দরকার। তাহলে কোনো কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমিয়ে রাখা সম্ভব হতে পারে।
সোহেল রহমান
কিশোরগঞ্জ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।