বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি মার্কেটের তিনটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ভোরে মাদানী নগর এলাকায় ডরিক মাদানী নামে মার্কেটিতে এঘটনা ঘটে।
এতে ডাকাতদল মার্কেটে থাকা নৈশ প্রহরী মিলনকে হাত বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এসময় আরেক এক নৈশপ্রহরী সিদ্দিকুরকে আহত করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ভোরে ডাকাতদল মার্কেটের ৩টি দোকানে থাকা ব্যাটারী, ফ্রিজ, ওভেন ও নগত অর্থ সহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
এতে নৈশপ্রহরী মিলন বাধা দিলে তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। আরেক একজনকে আহত করে। মার্কেটের একটি দোকানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইমসিন দল। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।