Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইমচর মেঘনায় ১০ জেলে আটক

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৩:৩৩ পিএম

চাঁদপুরের হাইমচর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা জাটকা ধরায় ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। আটক জেলেদেরকে পুলিশ বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠালে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে তাদেরকে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে জাটকা নিধনকালে হাতেনাতে আটক করে হাইমচর নীলকমল নৌ-পুলিশ।

আটক জেলেরা হলেন- চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ড মাষ্টার ঘাট এলাকার নজরুল (২৮), জাহাঙ্গীর হোসাইন (২১), দেলোয়ার হোসেন (২৪), শাহজাহান (৪৫), রনি সরকার (২০), মো. হযরত আলী (২১), মো. সালাউদ্দিন (২৫), কুদ্দুস আলী (২০), আবদুল আজিজ (২০) ও বিল্লাল হোসেন (২৮)।

নীলকমল পুলিশ ফাঁড়ি ইনচার্জ আ. জলিল বলেন, নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ