Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াসিম ভাই ছিলেন সত্যিকারের সুপারস্টার : রোজিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ওয়াসিম ভাইয়ের সঙ্গে ৭৫টি সিনেমায় জুটি বেধেঁ অভিনয় করেছি। তার সাথেই জুটি হয়ে চলচ্চিত্রে আমার আগমন। তার সময়ে তিনি ছিলেন সুপারস্টার। অভিমান থেকেই দীর্ঘদিন তিনি কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। ওয়াসিমকে নিয়ে কথাগুলো বলেন চিত্রনায়িকা রোজিনা। তিনি বলেন, ওয়াসিম ভাই তার সময়ে সুপারস্টার ছিলেন। কারো থেকে তিনি কম ছিলেন না। কিন্তু বিভিন্ন ভাবে ওয়াসিম ভাইকে আড়াল করার চেষ্টা ছিল। একইভাবে আমাদের মিডিয়াও অন্যদের মতো সাপোর্ট দেয়নি ওয়াসিম ভাইকে।তারপর নতুন জেনারেশন চলচ্চিত্রে আসে। তিনিও নিজেকে গুটিয়ে নেন। তবে আমি মনে করি, এখন প্রযুক্তির মাধ্যমে ইউটিউবে পুরোনো দিনের অনেক কিছু দেখা যায়। চলচ্চিত্রের মানুষ তাকে মনে না রাখলেও দর্শকের কাছে তিনি বেঁচে থাকবেন। উল্লেখ্য ১৯৭৭ সালে ‘রাজমহল’র সিনেমাতে ওয়াসিমের সঙ্গে জুটি বেঁধে রোজিনা চলচ্চিত্রে আসেন। এরপর এই জুটি প্রায় ৭৫টি ছবি উপহার দিয়েছেন। রোজিনা বলেন, আমি আর ওয়াসিম ভাই সব ধরনের চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছি। এত ছবিতে একসঙ্গে কাজ করাটাও বিশেষ কিছু । এমন কোনও ঘরানার ছবি নেই যে, আমরা অভিনয় করিনি। সামাজিক, রাজনৈতিক, লোক, গ্রাম, দস্যু, রাজকাহিনী- সবই। রাজমহল, মানসী, বিনি সুতার মালা, ভাগ্যলিপি, মায়ের আঁচল- কত সব হিট ছবি আমাদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াসিম

১১ ডিসেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ