Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্যান পেইজ থেকে ছবি ডিলিটের অনুরোধ করলেন জায়রা ওয়াসিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

২০১৯-এর জুলাইতে সবাইকে অবাক করে বলিউড থেকে বিদায় নেবার ঘোষণা দেন ‘দাঙ্গাল’ খ্যাত জায়রা ওয়াসিম। সেসময় তিনি জানান তার ধর্মবিশ্বাসের পরিপন্থী বলে অভিনয় জগত থেকে নিজেকে তিনি বিচ্ছিন্ন করছেন। তখন তার সোশাল মিডিয়া পাতায় তার পোস্টের ধারা পালটে ফেলেন তিনি এর পর থেকে তিনি তাতে শুধু পবিত্র কোরানের আয়াত, মানবতার বানী আর প্রকৃতির ছবিই শেয়ার করে আসছেন। তিনি ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পোস্ট করেন তার ফোটো-শেয়ারিং অ্যাপ দিয়ে, তিনি আগে শেয়ার করা তার ব্যক্তিগত সব ছবি মুছে ফেলেছেন। তিনি চান তার ফ্যান ক্লাবগুলোও তাই করুক। সাবেক এই বলিউড অভিনেত্রী তার ইনস্টাগ্রাম আ্যাকাউন্ট দেয়ে তার ভক্তদের তার ছবি ডিলিট করার অনুরোধ করেছেন। তিনি তার ভক্তদের জানান তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বলে তিনি আশা করেন তার ভক্তরাও তাদের পেইজ থেকে তার ছবিগুলো মুছে ফেলবে। এই নোটে তিনি তার ভক্তদের প্রতি ভালবাসা আর সমর্থ দেয়ার জন্য কৃতজ্ঞতা জানান, তারপর তিনি তাদের কাছ থেকে ছোট একটি ছোট অনুগ্রহ প্রত্যাশা করেন। তিনি লিখেছেন : “আমি আপনাদের পেইজ থেকে আমার ছবি মুছে ফেলার অনুরোধ করছি, ফ্যান পেইজগুলোকেও তাই অনুরোধ করছি। আমি নিজে তা করতে পারব না তাই আপনাদের কাছ থেকে এই অনুগ্রহ প্রত্যাশা করছি।” ‘দাঙ্গাল’ ছাড়া জায়রার অন্য দুই ফিল্ম- ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘স্কাই ইজ পিঙ্ক’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জায়রা-ওয়াসিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ