Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনা প্রতিরোধে সচেতন হতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বর্তমানে আমরা একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি। এই খারাপ সময় অতিবাহিত করার কারণ আমাদের সকলেরই জানা। তা হলো করোনার প্রাদুর্ভাব। এই প্রাদুর্ভাবের কারণে একদিকে যেমন আমাদের জনজীবন চলাচলে ব্যাহত হচ্ছে, ঠিক তেমনি সম্মুখীন হতে হচ্ছে আর্থিক সংকটের। বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম চলছে কিন্তু তারপরও থামছে না করোনার প্রাদুর্ভাব। ইতোমধ্যে বহির্বিশ্বের বিভিন্ন দেশে আবারও আগের মতো লকডাউন জারি করা হচ্ছে। ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ার কারণ কী? ভ্যাকসিনের কার্যকারিতার অভাব? না সচেতনতার অভাব? এর উত্তরে বিশিষ্টজনদের মতামত হচ্ছে, অসচেতনতাই অন্যতম কারণ। তাই করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনতে প্রয়োজন আমাদের সকলের সচেতনতা। তা না-হলে করোনার প্রাদুর্ভাব ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাই আসুন, নিজে সতর্ক থাকি, অন্যকে সচেতন করি।

সাইদুর রহমান সাদ
শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন