Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এমপি সিরাজের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৬:০৪ পিএম

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়া'র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার বাদ জুম্মা বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সার্বিক ব্যবস্থাপনায় শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি জমিদার বাড়ি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লীবৃন্দ অংশ নেন। দোয়া মাহফিলের আগে সেখানে কোরান খতম করা হয়।

এদিকে বগুড়া জেলা বিএনপি এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেছে। জেলা আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ , চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল এক যুক্ত বিবৃতিতে এ দোয়া কামনা করেন। সেই সাথে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দোয়া করার অহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোয়া মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ