পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
আফগানিস্তান সেনা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তের প্রতি কাবুল শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোনালাপের পর এমন মন্তব্য করেন তিনি। আশরাফ গনি বলেন, চলমান শান্তি উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অংশীদারদের সঙ্গে কাজ করবে কাবুল। সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সহজ করতেও আফগান সরকার তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে। টুইটারে দেওয়া পোস্টে আশরাফ গনি বলেন, আফগানিস্তানের গর্বিত নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী তার জনগণ ও দেশকে রক্ষা করতে পুরোপুরিভাবে সক্ষম। এটি তারা সর্বাত্মকভাবে করে আসছে এবং এজন্য আফগান জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলার জন্য তালেবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওই হামলার ২০তম বার্ষিকীর মধ্যেই আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে চান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিকল্পনা সম্পর্কে অবগত তিনটি সূত্র এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বরের আগেই সব সেনাকে দেশে ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ জো বাইডেন। ওই কর্মকর্তা জানান, সেনা প্রত্যাহারের এই ঘটনা কোনও শর্তসাপেক্ষ বিষয় নয়। প্রেসিডেন্ট এই শর্তসাপেক্ষ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করেছেন; যেটি গত দুই দশক ধরেই বিবেচনা করা হচ্ছিল। বাস্তবে এসব শর্ত আফগানিস্তানে চিরদিনের জন্য অবস্থানের একটি রাস্তা তৈরি করা ছাড়া আর কিছুই নয়। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।