বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে লকডাউনের দ্বিতীয় ধাপে কঠোর অবস্থানে আছেন পুলিশ সদস্যরা। বুধবার (১৪ এপ্রিল) সকাল হতে কাপ্তাইয়ের প্রবেশ মুখ রেশম বাগান এলাকায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা সড়কে অবস্থান নিয়েছেন।
এইসময় প্রয়োজনীয় ব্যতীত কোন যানবাহনকে কাপ্তাইয়ে প্রবেশ করতে দেয় নাই পুলিশ সদস্যরা। এছাড়া লকডাউন বাস্তবায়নে উপজেলা সদর বড়ইছড়ি, কাপ্তাই নতুনবাজার, কেপিএম সহ গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। কাপ্তাইয়ের বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। লোকজন এবং যানবাহন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।
এদিকে লকডাউন বাস্তবায়নে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ এর সদস্যরা রাইখালী বাজার, ফেরিঘাট, বড়খোলাপাড়া, কারিগর পাড়া, বাঙ্গালহালিয়া সহ গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে লকডাউন বাস্তবায়ন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।