গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেটিজেনরা। ফেসবুকে অনেকেই বর্ষীয়ান এই রাজানীতিবিদের মৃত্যুর সংবাদ পোস্ট দিয়ে তার নানা অবদান ও কৃতিত্বগুলো শ্রোদ্ধার সাথে স্মরণ করেছেন। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা জানিয়েছেন গভীর সমবেদনা।
অ্যাডভোকেট আবদুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
আবদুল মতিন খসরু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একাধারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন। তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন।
ফেসবুকে শোক জানিয়ে মামুনুর রশিদ ভুইয়া লিখেছেন, ‘‘আওয়ামী লীগ এর মধ্যে এই একজন মানুষ যার মৃত্যুতে দলমত নির্বিশেষে সবাই শোক জানিয়েছে। আওয়ামী লীগের বাকী নেতারা শিক্ষা নেন উনার কাছ থেকে। মহান আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।’’
মরহুমের মাগফেরাত কামনা করে রাশেদুল হাসান পলাশ লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসীব করেন । এ পযর্ন্ত যাহারা এই দুনিয়া থেকে চলে গেছেন উনাদের জন্য মাগফেরাত কামনা করি এবং আল্লাহপাক যেন সকলকে করোনা থেকে মুক্ত রাখেন-আমিন।’’
আবদুল মতিন খসরুর মৃত্যুর সংবাদে খলিলুর রহমান লিখেছেন, ‘‘ইন্না-লিল্লাহ অইন্নাএলাহি রাজেউন। একজন দক্ষ পার্লামেন্টেরিয়ান ও নিবেদিত রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন।তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করি।’’
মোঃ রাগিব মাহতাব লিখেছেন, ‘‘বাংলাদেশের কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব। সর্বজন শ্রদ্ধেয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন।’’
মাহবুব আলম শোহাগ লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমজানের প্রথম দিন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মারা গেলেন আল্লাহ উনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করুন আমিন।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।