রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ী ইউনিয়নের মামুদপুর গ্রামে শনিবার গভীর রাতে আ.লীগ নেতা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য বজলুর রশিদ বুলু (৫৮)-কে দুর্বৃত্তরা ধারালো ছুরির আঘাতে খুন করে। পুলিশ জুমারবাড়ী বাজারে সিনেমা হলের সামনে থেকে গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে। সে ঔই গ্রামের কাইয়ুম উল্ল্যার ছেলে। পুলিশ ও পারিবার জানায়, উপজেলার জুমারবাড়ী ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য বজলুর রশিদ বুলু শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করে। সে সেনাবাহিনীর চাকরির অবসরের পর দীর্ঘদিন থেকে জুমারবাড়ী বাজারে রোমা সিনেমা হলের স্বত্বাধিকারী ছিলেন।
সাঘাটা থানার ওসি জানান, লাশের গলার ওপরে থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।