Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শিপ ইয়ার্ডে ৩ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৫:১০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার উপজেলার শীতলপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- মো. জিহাদ (১৮), মো. আব্দুর সামাদ (৪০), মো. পাইলট (২২)। তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকু-ে জাহাজ ভাঙার কাজ করার সময় শ্রমিকদের গায়ে আগুন লেগে যায়। এতে তিন জন দগ্ধ হলে তাদের হাসপাতালে আনা হয়। দগ্ধ তিন জনের মধ্যে জিহাদের ৩৫ শতাংশ এবং সামাদ ও মো. পাইলটের শরীরে ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিদগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ