পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে চাল, ডাল, সয়াবিন তেলের মূল্য বেড়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ হলো উৎপাদন কম হওয়া, তাছাড়া আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে, যারা দ্রব্য মজুদ রাখে। যখন সব দ্রব্যের মূল্য বেড়ে যায়, তখন বাজারে অতিরিক্ত দামে বিক্রি করে। এসব অসাধু ব্যবসায়ীর ব্যাপারে সরকারের কঠিন পদক্ষেপ নিতে হবে। আমাদের সমাজে নি¤œ আয়ের অনেক মানুষ রয়েছে, যাঁরা দিন আনে দিন খায়। এসব মানুষের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হুমকি স্বরূপ। যাঁরা সমাজের উচ্চ মঞ্চে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদের আেনকেই এসব গরিবদের নিয়ে ভাবেন না। ফলে খেয়ে না খেয়ে জীবন-যাপন করতে হয় দরিদ্রদের। তাই সরকারের কাছে আকুল আবেদন, এসব গরিবদের দিকে তাকিয়ে দ্রব্যমূল্য হ্রাসের পদক্ষেপ গ্রহণ করুন।
মো.আল-আমিন
বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।
বেপরোয়া ট্রাক চালকদের থামাতে হবে
দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদির মুখোমুখি সংঘর্ষে প্রায়ই আহত এবং নিহত হওয়ার খবর গণমাধ্যমের শিরোনাম হয়। আর এসব দুর্ঘটনার জন্য ড্রাইভারদের বেপরোয়া ও প্রতিযোগিতার মনোভাব অনেকাংশেই দায়ী। রয়েছে কর্তৃপক্ষের উদাসীনতাও। বিশেষ করে ট্রাক ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো চোখে পড়ার মতো। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের চিত্র দেখে যে কারো মনে হতে পারে হাইওয়েটি শুধু মাত্র ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের জন্য প্রযোজ্য! তারা রাস্তার বাম থেকে ডানে কিংবা ডান দিক থেকে বামে অর্থাৎ ঘন ঘন লেন পরিবর্তন করে নিজদের ইচ্ছেমতো চলাচল করছে। ফলে প্রাইভেটকারগুলো গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খায়। এছাড়াও সকল প্রকার ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানগুলোকে রাস্তার শুধু বাম লেনে চলার জন্য বাধ্য করতে হবে এবং নিয়ম না মানলে জরিমানা করতে হবে। এব্যাপারে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মামুন হোসেন
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।