মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নীল নদের ওপরে নির্মিত বাঁধ ইস্যুতে ইথিওপিয়ার সঙ্গে মিশর, ইথিওপিয়া এবং সুদানের আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মিশর। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) ডিআর কঙ্গোতে তিন দেশের প্রতিনিধিরা বাঁধ নিয়ে আলোচনায় বসেছিলেন। তবে এ জন্য আদ্দিস আবাবাকেই দায়ি করেছে কায়রো। এছাড়া, নীল নদ সংকট সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেছে দেশটি। এ খবর দিয়েছে আল-জাজিরা।
নীল নদের উপর বিশাল বাঁধ তৈরি করেছে ইথিওপিয়া। আর সেই গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম(জিইআরডি) নিয়েই আপত্তি সুদান ও মিশরের। কিন্তু ইথিওপিয়ার দাবি, তাদের অর্থনৈতিক উন্নতি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বাঁধ খুব জরুরি।
কিন্তু মিশর মনে করে, এর ফলে নীল নদের জল কমে যাবে। সুদানও মনে করছে, তাদের দেশে জলপ্রবাহ কমে যাবে। তারা ড্যামের নিরাপত্তা নিয়েও চিন্তিত। দুই দেশই মনে করে, ইথিওপিয়া আন্তর্জাতিক আইন মানেনি।
মিশরের পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে, ইথিওপিয়ার বিরোধ মেটানোর কোনো ইচ্ছেই নেই।
সুদানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইথিওপিয়া একতরফা বাঁধ বানিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তারা আলোচনায় অনড় মনোভাব নিয়েছে। ফলে এই এলাকার মানুষ বিপদে পড়েছেন। ইথিওপিয়ার কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।