Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদরের ঈদগাঁওতে ইয়াবাসহ হাজী বিরানির ম্যানাজার আটক, অনেকের মতে ষড়যন্ত্র

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৪:৪০ পিএম

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজার থেকে ৯ শত ইয়াবাসহ হাজী বিরানির ঈদগাঁও শাখার ম্যানাজার মোঃ মোকছেদ ওরপে জিসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

৩১ মার্চ রাত ২ টার দিকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। আট হওয়া ওই যুবক মোরশেদ শরিয়তপুর জেলা গোমাইর হাট থানার চরমুন পুরা এলাকার আব্দুল মালেক বাবুর্চীর ছেলে বলে জানা যায়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের শাপলা চত্বরের সামনে থেকে তাকে আটক করে রাত্রিকালীন টহল দল।

পরে তার দেহ তল্লাশি করে ৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে আটক মোর্শেদ দাবী করেন, হাজী বিরানী ঈদগাঁও শাখা উদ্বোধন করার পর থেকে স্থানীয় কিছু হোটেল মালিক ও অপরাপর বিরানি হাউস গুলোর মালিকরা তার এবং হাজী বিরানীর প্রতি ঈর্ষান্বিত ছিল।

এলাকার অনেকের মতে তারাই পুলিশকে দিয়ে ষড়যন্ত্র মুলক ভাবে তাকে আটক করিয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ