Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদিকে ইমরান খানের চিঠি : বন্ধুত্বপূর্ণ আলোচনার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পাঠানোর পর এবার পাল্টা চিঠি দিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে গঠনমূলক ও সদর্থক আলোচনার দাবি তুলেছেন তিনি। ২০১৯ সালের আগস্টে কাশ্মীরে বিশেষ মর্যাদা লোপের পর ভারত ও পাকিস্তান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকে। তবে স¤প্রতি পাকিস্তান দিবসের দিন মোদির শুভেচ্ছা বার্তা ইসলামাবাদে পৌঁছোনোর পর দুই দেশের মধ্যে ফের ক‚টনৈতিক স্তরে আলোচনার সম্ভাবনা দেখা দেয়।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, পাকিস্তানের মানুষ ভারতসহ প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে চায়। এটা ঠিক যে দক্ষিণ এশিয়ায় শান্তিস্থাপন তখনই সম্ভব, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যাসহ যাবতীয় সমাধান সম্ভব হবে। তবে ভারতের তরফে এখনই কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
স¤প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের আরোগ্য কামনা করে ট্যুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বিশ্বাস ও বন্ধুত্বপূর্ণ বাতাবরণ তৈরি করারও বার্তা দেন। তবে তিনি বলেন যে, সন্ত্রাস দমন না করলে সম্পর্কে বিশ্বাস সৃষ্টি করা যাবে না। তার পাল্টা হিসাবেই কাশ্মীরের কথা ইমরান উত্থাপন করলেন বলে মনে করা হচ্ছে।
পাকিস্তান দিবসে শুধু প্রধানমন্ত্রী নন, একইসঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে বার্তা পাঠান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। ওয়াকিফহাল মহলের মতে, দুই দেশের মধ্যে প্রশাসনিক স্তরে এভাবে চিঠি চালাচালি দুই দেশের মধ্যে আলোচনার রাস্তাকে আরো প্রশস্ত করবে বলেই মনে করা হচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের সেনা প্রধান বাজওয়া জানান, সময় এসেছে পুরনো অতীতকে দূরে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তবে তিনি এও জানান, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের মধ্যে শান্তিস্থাপন সম্ভব নয়। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

Show all comments
  • Dr. Suranjit Saha ৩১ মার্চ, ২০২১, ২:৫১ এএম says : 1
    Pakistan should stop harping on Kashmir. It needs to realise that Kashmir is Indian territory and no power if the world will ever change that fact. Once Pakistan understands that, a journey towards peace can begin.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ