Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেধা তালিকার শীর্ষে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সারা ভারতে একযোগে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা জয়েন্ট এনট্রেন্স এক্সামিনেশন মেইন (জেইই-মেইন) পরীক্ষার ফলাফলে সম্মিলিত মেধা তালিকার শীর্ষে স্থান করে নিয়েছেন এক মুসলিম কিশোরী। ইফরাহ খান নামের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের এই শিক্ষার্থী ৯৯ দশমিক ৯৯৪৬৪২৫ স্কোর নিয়ে মেয়েদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন।

এর আগে গত ১৬-১৮ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৪ মার্চ পরীক্ষার ফল ঘোষণা করা হয়। নাগপুরের ভেলগাঁওয়ের ইন্ডিয়ান অলিম্পিয়াড স্কুলের এই শিক্ষার্থী বলেন, ‘আমার ইন্ডিয়ান অলিম্পিয়াড স্কুলেই প্রয়োজনীয় কোচিং করেছি, আমার দুই ভাই আমার কোচিং করিয়েছেন।’ ইফরাহ খানের বাবা সুহাইল খান ও মা নাগমা খান দু’জনেই ইন্ডিয়ান অলিম্পিয়াড স্কুলের ডাইরেক্টর। ভারতে প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) সাবেক শিক্ষার্থী তার দুই ভাইও পরিবারের পরিচালিত এই স্কুলের শিক্ষক।

ইফরাহ খান বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে তিনি পরীক্ষা জন্য প্রস্তুতি শুরু করেন এবং প্রতিনিয়তই নতুন নতুন বিষয়ে শিক্ষা নিতে থাকেন। তিনি বলেন, দৃঢ় সংকল্প ও চেষ্টা নিয়ে আগে আগেই প্রস্তুতি নেয়া শুরু করুন। বাকিটা খোদার হাতে ছেড়ে দিন। সূত্র : মুসলিম মিরর।



 

Show all comments
  • Prakash ২৯ মার্চ, ২০২১, ১১:২৩ এএম says : 1
    অসংখ্য ধন্যবাদ জানানোর যথেষ্ট যৌক্তিকতা আছে। যে কোন মানুষের যোগ্যতা তার ব্যক্তিগত ধর্মের উপরে নির্ভর করে না। শুধু সাধুবাদ জানালেই হবে না। সবাইকে বুঝতে হবে যে পৃথিবীটা অনেক বড়।
    Total Reply(0) Reply
  • Md Hasib Hossain ৩০ মার্চ, ২০২১, ৮:৫০ এএম says : 1
    অসংখ্য ধন্যবাদ জানানোর যথেষ্ট যৌক্তিকতা আছে। যে কোন মানুষের যোগ্যতা তার ব্যক্তিগত ধর্মের উপরে নির্ভর করে না। শুধু সাধুবাদ জানালেই হবে না। সবাইকে বুঝতে হবে যে পৃথিবীটা অনেক বড়।
    Total Reply(0) Reply
  • Harunur Rashid ৩০ মার্চ, ২০২১, ১১:৩৭ এএম says : 0
    Great, congratulation!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ