নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নিজেদের সেরাটা দেখাতে পারেনি। এমনটা জানিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু উপহার দেওয়ার আশাবাদও শুনিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এরই মধ্যে মাঠে গড়িয়েছে দু’দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ সকাল ৭টায় হ্যামিল্টনের সেডন পার্ক শুরু হয়েছে প্রথমটি। তার আগে গতকাল নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেছেন, ওয়ানডে সিরিজের বিবর্ণ পারফরম্যান্স নিয়ে তারা আশাহত, ‘অবশ্যই, আমরা আশানুরূপ পারফর্ম করতে পারিনি। এই কারণে আমরা খুব আশাহত। কারণ, আমরা বিশ্বাস করি যে, আমাদের যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি। এটা বলা সত্তে¡ও (আমি মনে করি) টি-টোয়েন্টি এমন একটা সংস্করণ, যেখানে বড় দল-ছোট দল বলতে কিছু নেই।’
দলগত পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে যেকোনো দলকে হারানোর আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন তিনি, ‘র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হোক কিংবা নয়-দশ নম্বর দল, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফর্ম করে, এক-দুইজন খেলোয়াড় যদি অসাধারণ পারফর্ম করে (তাহলে যে কাউকে হারানো সম্ভব)। আমরা একটা দল হিসেবে যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, প্রয়োগের মাত্রাটা যদি ভালো থাকে, আমরা যেকোনো দলকে হারাতে পারব। এটা আমাদের বিশ্বাস।’
পরিসংখ্যান ও অতীত অভিজ্ঞতা অবশ্য বাংলাদেশের পক্ষে নেই। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি তারা হয়েছে সাতবার। প্রতিবারই তাদের কপালে জুটেছে হারের তিক্ত স্বাদ। তাছাড়া, নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এখনও কোনো জয় নেই বাংলাদেশের। সব সংস্করণ মিলিয়ে ব্ল্যাকক্যাপসরা এগিয়ে ২৯-০ ব্যবধানে। আশার পালে হাওয়া দিয়ে অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ যোগ করেছেন, ‘টি-টোয়েন্টি সংস্করণটাই এমন যে, এটা একটা দিনের খেলা। যে ওইদিন ভালো করবে, তাদের পক্ষেই ভালো ফল করাটা সম্ভব। যদি কোনোরকম জড়তা না নিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি, ফল আমাদের পক্ষে আনা সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা এখনও তীব্র আছে এবং আমরা মুখিয়ে আছি। আশা করি, আমরা নিজেদের সেরাটা খেলতে পারব।’
ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের মানসিকতায় চোখে পড়েনি লড়াইয়ের ইচ্ছা। দলের শরীরী ভাষায় ছিল অসহায় আত্মসমপর্ণের ছাপ। ৩-০ ব্যবধান যতটা হতাশার, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার চেয়েও বেশি হতাশার ছিল সম্ভবত বাংলাদেশের হারের ধরন। তিন ম্যাচের দুটিতে কোনোরকম লড়াই করতেও পারেনি বাংলাদেশ। আরেকটিও হেরেছে স্পষ্ট ব্যবধানে। জয়ের কোনো তাড়নাই ফুটে ওঠেনি ক্রিকেটারদের পারফরম্যান্স ও শরীরী ভাষায়। তবে ক্রিকেটারদের ভেতর নাকি জয়েরক্ষুধা প্রচন্ড! অন্তত মাহমুদউল্লাহর দাবি এরকমই। অধিনায়কের আশা আগ্রাসী ক্রিকেট খেলে দারুণ কিছু উপহার দেবে দল, ‘আমরা জানি, এখানকার কন্ডিশন সবসময়ই আমাদের জন্য চ্যালেঞ্জিং। এটা আমরা দেখেছি ওয়ানডে সিরিজে, তারা নিজেদের কন্ডিশন খুব ভালোভাবে ব্যবহার করেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি। যদিও আমাদের বোলাররা ভালো করেছে, কিন্তু ফিল্ডিংয়ে ভুলের কারণে আমরা ফল নিজেদের পক্ষে নিতে পারিনি।’
বিশ্রাম পেয়ে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাইফার্ট, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট। চোটের কারণে আগে থেকেই নেই কলিন ডি গ্র্যান্ডহোম। তারপরও তারা দারুণ শক্তিশালী ও অলরাউন্ড দল। নিউজিল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিকতম সেনসেশন ফিন অ্যালেনের অভিষেক হয়ে যাবার কথা এই ম্যাচে। সম্প্রতি ঘরোয়া সুপার স্ম্যাশ টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে ১৯৩.৩৩ স্ট্রাইক রেট ও ৫৬.৮৮ গড়ে ৫১২ রান করেন ২১ বছর বয়সী এই বিধ্বংসী ব্যাটসম্যান। এছাড়া ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপসরা একাই হয়ে উঠতে পারেন নায়ক। বোলিংয়ে চোট কাটিয়ে ফিরেছেন দুই গতি তারকা লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। মাহমুদউল্লাহ তবু আত্মবিশ্বাসী। তার মতে, ছোট সংস্করণের ক্রিকেটে শীর্ষ দল ও তলানির দলের ব্যবধানও অনেক কম থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।