Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিমের সঙ্গে ফিরছেন হাসান মাহমুদও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার পথে একজন সঙ্গী পেলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে নিউজিল্যান্ড থেকে ফিরে আসছেন হাসান মাহমুদও। পিঠের চোট নিয়ে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তরুণ এই পেসার। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই ঢাকায় পা রাখার কথা দু’জনের।

ব্যক্তিগত কারণে এই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেওয়ায় তামিমের ফিরে আসা নিশ্চিত হয়েছিল আগেই। হাসান প্রথম ওয়ানডেতে খেললেও পিঠের অস্বস্তির কারণে খেলতে পারেননি পরের দুই ওয়ানডেতে। ভুগছেন অনুশীলনেও। টি-টোয়েন্টি সিরিজে তাই তার খেলার সম্ভাবনা না থাকায় তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ফিরে বিসিবির তত্ত্বাবধানে পুনর্বাসন চালিয়ে যাবেন ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ানডে সিরিজ

৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ