Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে প্রথম দফায় পড়ল ৮০ শতাংশ ভোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

‘ভোট দিচ্ছে জোড়া ফুলে, পড়ছে পদ্মফুলে’, ভোট দিতে বাধা দিচ্ছে বিজেপি, সিপিআরএফ জওয়ানরা বিজেপির পক্ষে রিগিং করছে এমন নানা অভিযোগের মধ্যে গতকাল পশ্চিমবঙ্গে সর্বহারা অধ্যুষিত জঙ্গলমহলের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন শুরু হয়েছে। ৮ দফা নির্বাচনের এদিন ছিল প্রথম দফা।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে বিপুল অংশগ্রহণ মানুষের। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা রাজ্যে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। একই দিনে ভোট হচ্ছে আসামে। সেখানে একই সময়ে ভোট পড়েছে ৭২.১৪ শতাংশ। ভোটদানের হিসাব ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।
বাঁকুড়া জেলায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮০.০৩ শতাংশ। ঝাড়গ্রাম জেলায় ভোট পড়েছে ৮০.৫৫ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৮০.১৬ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ। পুরুলিয়ায় ভোট পড়েছে ৭৭.১৩ শতাংশ।

কেন্দ্র হিসাবে সর্বোচ্চ ভোট পড়েছে বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৮৫.২৫ শতাংশ। ৮৪.৪৩ শতাংশ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। কাঁথি দক্ষিণে ৮৩.৭৬ শতাংশ এবং কাঁথি উত্তরে ৮৩.১২ শতাংশ ভোট পড়েছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর কেন্দ্রে ভোট পড়েছে ৮২.৭০ শতাংশ। তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া লড়াই করছেন মেদিনীপুর কেন্দ্র থেকে। সেখানে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮১.১৪ শতাংশ। যে পটাশপুর বিধানসভা এলাকায় একাধিক সংঘর্ষের খবর এসেছে শুক্রবার থেকে, সেই কেন্দ্রেও ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। ভোট পড়েছে ৮১.৩০ শতাংশ।

সকাল থেকে কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্র বারবার খবরে এসেছে। সেই কেশিয়াড়িতেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটের হার ৭১.৬৩ শতাংশ। শালবনি কেন্দ্রে সকালেই অশান্তি ছড়ায় সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষকে কেন্দ্র করে। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। পাল্টা অভিযোগ আসে, তৃণমূল হামলা চালিয়েছে। সেই কেন্দ্রে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮২.০০ শতাংশ।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে এদিন অনুষ্ঠিত ৩০টি আসনই তাদের দখলে যাবে বলে দাবি করেছে। কাঁথিতে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার ঘটনাসহ বিক্ষিপ্ত কিছু অশান্তির কথাও উল্লেখ করে বিজেপি নেতারা।
এদিন খড়গপুরে নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, তৃণমূলে কেউ ভোট দিলে, সেই ভোট পড়ছে বিজেপিতে। কাঁথিতে ৩০ জন বহিরাগত অস্ত্রসহ ধরা পড়েছে। তারা উত্তরপ্রদেশ থেকে এসেছিল বলে দাবি মমতার।
কাঁথি দক্ষিণে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, এক বোতাম টিপে ভোট দিলেও অন্য জায়গায় ভোট পড়ছে। তৃণমূল কর্মীদের দাবি, এলাকায় সব তৃণমূল কংগ্রেসের ভোট থাকলেও বিজেপি ভোট পেয়ে যাচ্ছেন।

গতকাল জঙ্গলমহল অধ্যুষিত ৫ জেলার ৩০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রায় সবগুলো আসনে তৃণমূল জয়ী হলেও ২০১৯ লোকসভা ভোটের ফলাফলে ৩০ আসনের অধিকাংশ কেন্দ্রেই এগিয়ে ছিল গেরুয়া শিবির। বাংলায় ভোটের ইতিহাসে সেবার বিজেপির উত্থান ছিল নজরকাড়া। তারপর কেটে গেছে দু’টি বছর। জঙ্গলমহলে বিধানসভায় নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবে জোড়া-ফুল, নাকি পদ্মফুল হানা দেবে নজর সেদিকেই।

এদিকে গতকাল আসাম রাজ্য বিধান সভাতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১২ জেলার ৪৭ আসনে এদিনে ভোট সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট নেয়া হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • Monjur Rashed ২৮ মার্চ, ২০২১, ১২:৩২ পিএম says : 0
    Exhibition of digital manipulation continues. A digital disaster is likely to occur when result of vote will be published.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ