Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আমাকে গিলে খেলেও পেট ফুঁড়ে বেরিয়ে আসবো : মমতার কঠিন হুঁশিয়ারি

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১০:৩৯ পিএম

এবার বিজেপির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ওদের (বিজেপি) হোঁদল কুতকুত মন্ত্রী বলছে ধামাকা করবে। আমিও দেখব কি করে। গিলে খাবে বাংলাকে? আমাকে যদি গিলেও খায়, তাহলে আমি আবারও পেট ফুঁড়ে বেরিয়ে আসব। সাহস থাকলে সামনে থেকে লড়াই করুক। -হিন্দুস্তান টাইমস

আজ শুক্রবার এক নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন। মমতা আরও বলেন, বহিরাগত নেতার মতই বহিরাগত গুণ্ডা দিয়ে বাংলায় ভোট করাতে এসেছিল। ৩০ জনকে বন্দুকসহ ধরেছে পুলিশ। শুধু মিথ্যে বলছে নির্বাচন কমিশনকে। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে সকলের নজরে নন্দীগ্রামে। তৃণমূল বনাম বিজেপি, একদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং অন্যদিকে একসময় তারই ছত্রছায়ায় থাকা আজকে তারই প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে রাজনীতির ময়দানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ