মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের হাওয়া লেগেছে টুইটারেও। মাইক্রোবøগিং প্ল্যাটফর্মের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, নির্বাচনের কথা মাথায় রেখে তাদের নীতিকে আধুনিক রূপ দেয়া হল। ‘গণতান্ত্রিক আলোচনা, অর্থপূর্ণ রাজনৈতিক বিতর্ক এবং নাগরিক অংশগ্রহণ’ ইত্যাদিকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে, জানিয়েছে টুইটার।
বুধবার একটি বিবৃতিতে টুইটারের তরফে জানানো হয়েছে, ‘আসাম, কেরালা, তামিলনাড়–, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। তার আগে আমরা টুইটারের নীতিতে কিছু গুরুত্বপূর্ণ বদল আনছি।’ এ ছাড়াও জানানো হয়েছে, টুইটারের অপব্যবহার রুখতে একটি আন্তর্জাতিক ক্রস-ফাংশনাল দল গঠন করা হয়েছে। টুইটারের মাধ্যমে যাতে কেউ হিংসায় প্ররোচনা না দিতে পারে বা অফলাইনে কারও ক্ষতি না হয়, তার উপরও নজর রাখবে এই বিশেষ টিম।
যে কোনও নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভুয়া খবর। তার বিরুদ্ধেও পদক্ষেপ নিচ্ছে টুইটার। সংস্থার তরফে জানানো হয়েছে, টুইটারে যাতে সহজেই বিশ্বস্ত সূত্র থেকে খবর পাওয়া যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ভুয়া বা ম্যানিপুলেটেড খবর এবং ক্ষতিকারক তথ্য যাতে সহজে ছড়ানো না যায়, সে দিকেও কড়া নজর রাখা হবে। ভোট দেয়ার প্রক্রিয়া নিয়ে ভুল তথ্য, ভোট দেয়া থেকে লোককে আটকানোর লক্ষ্যে হুমকি দেয়া এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গোপন করে টুইটার অ্যাকাউন্ট সৃষ্টি– এই তিনটের একটাও করলে সেই অ্যাকাউন্ট বা কনটেন্ট ডিলিট করে দেবে বলে জানিয়েছে টুইটার। সূত্র : লাইভমিন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।