Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাঁচ বছরের মধ্যেই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশমুক্ত করব’ : অমিত শাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ৯:৪২ এএম

“বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন। পাঁচ বছরে বাংলাকে সোনার বাংলা বানাবো। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা বানাবো। র্দুর্নীতি মুক্ত বাংলা বানাবো।” গতকাল রবিবার পশ্চিমবঙ্গে এক নির্বাচনী সভায় এ ঘোষণা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ।
তৃণমূলকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘বিজেপি সরকার ক্ষমতায় এলে কাটমানি দিতে হবে না। পাঁচ বছরে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করব। মমতা দিদি চান ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে। আর মোদীজি চান সোনার বাংলা তৈরি করতে।'
মমতা দিদির 'বাংলায় দুর্গাপুজো করার জন্য সাধারণ মানুষকে আদালতে যেতে হয়। বাংলায় বিজেপি এলে দুর্গাপুজো, সরস্বতীপুজো কেউ আটকাতে পারবে না।'
একই সঙ্গে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন অমিত শাহ। তিনি বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্পের আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় ১৮ হাজার কোটি টাকা আটকে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে মৎস্যজীবীদের বছরে ছয় হাজার টাকা করে দেওয়া হবে। বেতন বৃদ্ধি করা হবে শিক্ষকদের। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ রাখা হবে’।
অমিত শাহ আরো বলেন, মমতা দিদি রাজ্যে পরিবর্তনের কথা বলেছিলেন। আপনারা বলুন পরিবর্তন হয়েছে কী? আগেও ‘অনুপ্রবেশ’ হচ্ছিল, এখনও অনুপ্রবেশের ঘটনা ঘটছে। মমতা দিদি কী অনুপ্রবেশ মুক্ত করতে পারবেন? আপনারা মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করে দিন তাহলে পাঁচ বছরের মধ্যেই আমরা বাংলাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব।’
বিজেপি অনুপ্রবেশকারী বলতে মূলত বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা কথিত মুসলিমদের টার্গেট করে থাকে। তাদের কাছে বাংলাদেশ বা অন্য দেশ থেকে অমুসলিম মানুষজন উদ্বাস্তু বা শরণার্থী।
তিনি আরও বলেন, বিজেপি কর্মীদের যারা খুন করেছে, ক্ষমতায় এলে পাতাল থেকে হলেও তাদের খুঁজে বের করব। খুনিদের জেলে ঢোকাব। তৃণমূলের গুণ্ডারা শিক্ষা পাবে।’ আগামী ২ মে তৃণমূল সরকারের পতন নিশ্চিত বলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন।
উল্লেখ্য, আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। আট ধাপে ভোট গ্রহণ শেষে গণনা করা হবে ২ মে। সূত্র : আনন্দবাজার



 

Show all comments
  • Jack Ali ২২ মার্চ, ২০২১, ১২:০৯ পিএম says : 0
    InShAllah we will capture India again and we will rule by Qur'an then every body will be able to live in peace.
    Total Reply(1) Reply
    • ২২ মার্চ, ২০২১, ২:১৫ পিএম says : 0
  • Abdullah ২২ মার্চ, ২০২১, ৫:১৬ পিএম says : 0
    The time is not too far away from muslims taking control of India. Acts of Indian government and social culture are slowly taking the country to a situation where India would break into multiple countries. Back in 1947 muslims wanted to keep the country together but there were few butcher like modi who didn't want to live together with muslims. That mindset still persists today among the Indian Hindus and for that Hindus are jealous turned into selfish species
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ