Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় সড়ক দূর্ঘটনায় নিহত হলেন গোপালগঞ্জ ও বরিশালের দুই জন, আহত ৩ সিলেটী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৫:৩৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি। এছাড়া ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩ সিলেটী ।

প্রবাসীদের সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের সোয়াইজার রেনেকে এলাকার আমালিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে বুধবার । নিহতরা হলেন- গোপালগঞ্জের ইকবাল হোসেন ও বরিশালের মো. লালন মিয়া। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন, মৌলভীবাজারের মুহাম্মদ সৌরভ, সিলেট শহরের নাজিম হুসেইন ও বিশ্বনাথের মুহাম্মদ রহমত আলী। বর্তমানে স্থানীয় ক্লার্সডর্প হাসপাতালে চিকিৎসাধীন তারা। একটি পাইকারি বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন ওই পাঁচ বাংলাদেশি। পথে সোয়াইজার রেনেকে তাদের বহনকারী গাড়ি এলাকায় উল্টে যায় । আহত পাঁচ বাংলাদেশিকে ভর্তি করা হাসপাতালে। পরদিন রাতে (বৃহস্পতিবার) লালন মিয়া ও ইকবাল হোসেন মারা যান চিকিৎসাধীন অবস্থায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ আফ্রিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ