মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় টিভি নেটওয়ার্ক জি-বাংলার অনন্য আবিষ্কার কমেডি শো মীরাক্কেল। মীর আফসার আলীর উপস্থাপনায় অনবদ্য এই অনুষ্ঠানটি বাংলা ভাষাভাষি মানুষের কাছে আকাশছোঁয়া জনপ্রিয়। মীরের অনুষ্ঠান মানেই নতুন কিছু।
কিন্তু এই অনুষ্ঠানটি এখন জনপ্রিয়তা হারাচ্ছে। এটা কি লকডাউন অ্যাফেক্ট? অনুষ্ঠানটি কেন জনপ্রিয়তা হারাচ্ছে? দর্শকরা তিনটি কারণের কথা বলছেন। এক অত্যাধিক ভাঁড়ামি। উপস্থাপক নতুন কিছু দিতে গিয়ে বেছে নিচ্ছেন অপ্রাসঙ্গিক কিছু ভাঁড়ামির।
যা কিনা মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই, অংশগ্রহণকারী বাছাইয়েও দক্ষতার ছাপ অনুপস্থিত। হতে পারে করোনার কারণে সঠিক কমেডিয়ান বাছাই করা সম্ভব হয়নি। এর প্রভাব পড়ছে গোটা অনুষ্ঠানের মানের ওপর।
তিন. বিচারকমন্ডলী যেন মিউজিক্যাল চেয়ার। চারজন থেকে কখনও তিনজন। হালে দুইজন। অভিনেতা অভিনেত্রী হলেই যে একজন ভালো বিচারক হয়ে যাবেন তা ভাববার কোন কারণ নেই। অনুষ্ঠানের অতীত ভালো ছিল। বর্তমান নিয়ে নানা প্রশ্ন। মীর নিজেও কোথায় যেন হারিয়ে গেছেন।
সব মিলে মীরাক্কেল যে নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে- এতে কোন সন্দেহ নেই। মীর এটাকে কিভাবে দেখেন জানি না। তবে বাংলাদেশের অগণিত দর্শক এখনও ‘আসল’ মীরাক্কেল দেখার জন্য অপেক্ষায় থাকেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।