মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছোট পোশাক পরার ‘অপরাধে’ বলিউড অভিনেত্রীকে প্রকাশ্যে চড় মেরেছিল এক যুবক। আর সেই নিকৃষ্ট ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছিলেন বলিউড তারকারা।
২০১৪ সালের এ ঘটনার ভিডিও নেট দুনিয়ায় আবারও ভাইরাল হয়েছে। সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে অভিনেত্রী গওহর খানকে। হেনস্থা ও অপমানের শিকার হয়েছিলেন তিনি। নারী দিবসের পর হঠাৎ করেই পুরনো ভিডিওটি ভাইরাল হয়েছে। পুরনো ক্ষোভ জেগে উঠেছে আবার। নারীদের এমন অসম্মান মেনে নিতে রাজি নন নেটিজেনরা।
কী হয়েছিল গওহরের সঙ্গে : একটি টেলিভিশন শো-য়ের শুটিং চলছিল ফিল্মসিটিতে। গওহর খান ছিলেন সেটে। আচমকা এক যুবক দর্শক আসন থেকে মঞ্চে উঠে এসে চড় মারেন অভিনেত্রীর গালে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। যুবক মুহাম্মদ আকিল মালিককে (২৪) নিয়ে যাওয়া হয় থানায়।
আকিলের অভিযোগ, গওহর খানের পোশাক আপত্তিকর। তার উপরে তিনি যেভাবে নাচছিলেন, সেটা নিয়েও অসুবিধা হয় বলে দাবি তার। জানা যায়, বেশ কিছু দিন ধরেই সেই শো-য়ের শুটিংয়ে যাচ্ছিলেন আকিল মালিক। অভিনেত্রীর উপর নজর ছিল তার। তারপরেই সেই অভিনেত্রীকে শারীরিক হেনস্থা করেন তিনি।
সেই ঘটনাটি নিয়ে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে। নায়িকাদের অধিকাংশই সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে সুস্মিতা সেন পর্যন্ত সরব হয়েছিলেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, গালফ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।