Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন জুয়েলার্সকে জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০০ এএম

রাজধানীতে তিনটি জুয়েলার্সকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরীর মিরপুর এলাকার বাগদাদ শপিং কমপ্লেক্সে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত মেসার্স দি লিমা জুয়েলার্স ভেরিফিকেশন সনদ না নিয়ে এএনডি ব্র্যান্ডের একটি ডিজিটাল স্কেল ব্যবহার করায় ও পণ্য লেনদেনের ক্ষেত্রে গ্রামের পরিবর্তে ভরি ব্যবহার করায় ৩০ হাজার টাকা, একই অপরাধে মেসার্স আমির জুয়েলার্সকে ২০ হাজার টাকা ও মেসার্স মালঞ্চ জুয়েলার্সকে এএনডি ব্র্যান্ডের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুয়েলার্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ