নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জাজ ভুঁইয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সকাল ১০টায় শুরু হবে এ প্রতিযোগিতার খেলা। আসরে পুরুষ ও মহিলাদের দশটি করে মোট ২০ ওজন শ্রেণীতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লড়বেন কুস্তিগীররা। বিকাল ৫টায় খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জাজ ভুঁইয়া গ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: ফাইজুর রহমান ভুঁইয়া। এসময় বিশেষ থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।