মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত তৈরি সাড়ে চার কোটি ডোজ কোভিড ভ্যাকসিন পাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সচিব আমির আসরফ খোয়াজা। আন্তর্জাতিক টিকাকরণ সংস্থা ‘গাভি’র ব্যবস্থাপনায় এই ভ্যাকসিন ভারত থেকে পাকিস্তানে যাবে।
‘গাভি’ বিশ্বের অর্ধেকের বেশি শিশুকে মারণ রোগ ও সংক্রমণ থেকে বাঁচানোর জন্য টিকাকরণের ব্যবস্থা করে। পাকিস্তানের আইনসভা সদস্য মুশাহিদ হোসেন সৈয়দ এক প্রশ্নের উত্তরে জানান, ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে এই টিকা আমদানি করা হবে। কেন্দ্রীয় জাতীয় স্বাস্থ্য পরিষেবা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সচিব আমির আসরাফ খোয়াজা আরও জানান, গাভির সঙ্গে হওয়া এক চুক্তিতে সাড়ে চার কোটি টিকা পাকিস্তানে আসবে এবং এর মধ্যে থেকে এক কোটি ষাট লাখের মত টিকা সাধারণ মানুষ এই জুন মাসের মধ্যে পেয়ে যেতে পারেন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।