বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ১ কেজি স্বর্ণের বারসহ আব্দুল ওহাব নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি সোনার চালান ভারতে পাচার হবে খবর পেয়ে বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী ইজিবাইকে তল্লাশী করে আব্দুল ওহাবকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দশটি সোনার বার জব্দ করা হয়।
উদ্ধার করা সোনার বাজার মূল্য ৮০ লাখ টাকা। আটক ওহাব এগুলো ভারতে পচারের উদ্দেশে সীমান্তে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সে দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে বলে বিজিবির কাছে স্বীকার করেছে। সোনা পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।