মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চল সীমান্তে ইউক্রেনের একটি বাস দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৫৭ আরোহীর ওই বাসটি রাতে একটি রাস্তার পাশে খালে পড়ে যায় বলে শনিবার জানিয়েছে পোল্যান্ডের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। অক্ষত যাত্রীদের নিয়ে যাওয়া হয় কাছাকাছি একটি স্কুলে। বাসটি পোল্যান্ড থেকে ইউক্রেনে যাচ্ছিল বলে স্থানীয় মেডিকেল অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
‘দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন; অনেকের সিট বেল্টও বাঁধা ছিল না। এ কারণে তারা গুরুতর আহত হয়েছেন। এদের বেশিরভাগই তরুণ, কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন,’ বলেছেন ওই মুখপাত্র। বাসটিতে কোনও শিশু ছিল না বলেও নিশ্চিত করেছেন তিনি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।