Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দুত্ববাদের কুটকৌশল ক্রমেই শক্তিশালী হচ্ছে

দ্য ইকোনোমিস্ট | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৪ এএম | আপডেট : ১২:১২ এএম, ৫ মার্চ, ২০২১

কয়েক সপ্তাহ আগে দিশা রবি নামের এক ২২ বছর বয়সী পরিবেশবিদকে পুলিশ তার বেঙ্গালুরুর বাড়ি থেকে টেনে নিয়ে দিল্লিতে চালান করে। ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করার উপায় সম্পর্কিত একটি গুগল নথি প্রতিবাদকারীদের সাথে শেয়ার করায় রবিকে পুলিশ রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করেছে, যার জন্য তার যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। ভারত সরকারী মুখপাত্ররা ভারতকে বিভক্ত করে ফেলার লক্ষ্যে বিশ্বব্যাপী ষড়যন্ত্রের জন্য রবিকে অন্যতম ধ্বংসাত্মক হাতিয়ার হিসাবে চিত্রিত করেছে।

২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার নিজস্ব ক‚টকৌশলের বাক্সটিকে ক্রমেই নোংরাভাবে ব্যবহার করে আসছে। উদাহরণস্বরূপ, তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুদের, বিশেষত মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তাদের একটি বিশেষ কার্যকর কৌশল হ’ল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিজেপির প্রতিদ্বন্দ্বী ‘দেশদ্রোহী’র তকমা আরোপ করে হাজার হাজার হিন্দু জাতীয়তাবাদীর ট্রল পরিচালনা করা। গত ২২ ফেব্রুয়ারি মোদি নিজেই পশ্চিমবঙ্গে প্রচারণার চালানের সময় সংখ্যালঘুদের স্বস্তির অবসান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

একই দিনে দক্ষিণের ক্ষুদ্রাঞ্চল পুদুচেরিতে মোদির বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এ নিয়ে এটি ৯ম রাজ্য যেখানে মোদির বিরোধীদের পতন ঘটেছে। রবি তার জামিনের কয়েক দিন আগে দিল্লিতে মুসলিম ৩ তরুণকে ১১ মাস জেলের রাখার পর জামিন দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীতে সাম্প্রদায়িক দাঙ্গার সময় আরেক মুসলিম যুবককে গুলি করার অভিযোগ আনা হয়। গত বছর এ সাম্প্রদায়িক দাঙ্গায় ৫৩ জন মারা যায়। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি মুসলিম ছিল। তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার জন্য বিচারক পুলিশকে তিরস্কার করেন।

এ মামলার বিচারকালীন একটি টেলিভিশন চ্যানেল থেকে করা একটি ভিডিও দেখানো হয়, যেখানে রাস্তার ওপারের ছাদে জড়ো হওয়া কিছু হিংস্র হিন্দু যুবকদের একজন রাইফেল থেকে গুলি ছুড়েছে, যার আক্রমণের অবস্থান মৃত মুসলিম তরুণের ক্ষতের সাথে মিলে যায়। পুলিশ একপেশেভাবে দাঙ্গার তদন্ত করেছে এ ধারণা দেয়ার জন্য যে, মোদির সরকারকে বিব্রত করার জন্য মুসলিমরা একে অপরকে হত্যা করেছে। ফলস্বরূপ, তারা এমন ফুটেজ উপেক্ষা করেছেন, যেখানে স্পষ্টভাবে দেখা গেছে যে, বিজেপির রাজনীতিবিদদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা এবং পুলিশ সদস্যরা একযোগে মুসলিম নিধনে কাজ করেছেন।

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় গত ১৯ ফেব্রুয়ারি হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের সূতিকাগার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর আদি পুরুষ এবং বিজেপির নেতা, কথিত ‘ঋদ্ধ চিন্তাবিদ’ এমএস গোলওয়ালকারকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেছে। গোলওয়ালকার বিশ্বাস করতেন যে, জার্মানির নাৎসিদের ইহুদি নিধন হিন্দুস্তানীদের জন্য শিক্ষামূলক এবং লাভজনক। তিনি ভারতের সংবিধান নিয়েও নাখোশ ছিলেন। গোলওয়ালকারের দৃষ্টিতে এটি ভারতের একক হিন্দু জাতীয়তাবাদীত্বের ক্ষেত্রে বদ্ধমূল নয়। তার কৌশল পরিবর্তনের আহবান ক্রমেই আরো শক্তিশালী শ্রোতা সমাজ তৈরি করে চলেছে।

 

 

 

 

 



 

Show all comments
  • সাদ্দাম ৫ মার্চ, ২০২১, ৩:০৫ এএম says : 6
    এটা খুবই উদ্বেগের বিষয়
    Total Reply(0) Reply
  • Kamal ৫ মার্চ, ২০২১, ৭:৩৯ এএম says : 0
    ভন্ড যখন ধর্মীয় প্রধান হন।তখন এরকম হয়ে।
    Total Reply(0) Reply
  • Md Mazed ৫ মার্চ, ২০২১, ৮:৪০ এএম says : 0
    উপমহাদেশে হিন্দুত্ববাদের কুটকৌশল ক্রমেই শক্তিশালী হচ্ছে
    Total Reply(0) Reply
  • মোস্তাকিম মোল্লা ৫ মার্চ, ২০২১, ৮:৪২ এএম says : 0
    নিশ্চয়ই ষড়যন্ত্রকারীরা তা না দেখার ভান করে , শিক্ষা -প্রশাসন -ব্যাংক সহ সকল সেক্টরের দখল তাদের হাতে
    Total Reply(0) Reply
  • Jibayel Ahmed ৫ মার্চ, ২০২১, ৮:৪২ এএম says : 0
    ১০০ ভাগ সত্য কথা
    Total Reply(0) Reply
  • Billal Hossain Sheikh ৫ মার্চ, ২০২১, ৮:৪৪ এএম says : 0
    100% right
    Total Reply(0) Reply
  • Jack+Ali ৫ মার্চ, ২০২১, ৫:৪৪ পিএম says : 0
    May Allah Destroy muslim killer/rapist Modi and his BJP party and May again give us India so that we will rule by Qur'an than all the Indian people will be able to live in peace with security and with human dignity and there will be no more poor people.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিন্দু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ