Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের প্রতি আহবান আসিয়ানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

মিয়ানমারে চলমান বিক্ষোভে সেনাবাহিনীর বল প্রয়োগের বিরুদ্ধে বিশ্ব স¤প্রদায়ের চাপ প্রয়োগ অব্যাহত আছে। গণতন্ত্রের প্রতি সম্মান জানানোর পাশাপাশি রাজনৈতিক সংকট মোকাবিলায় সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলো জোট আসিয়ান। খবরে বলা হয়, মিয়ানমারে চলমান চরম রাজনৈতিক সংকটে উদ্বেগ প্রকাশ অব্যাহত রেখেছেন বিশ্ব নেতারা। দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলো জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকান্ডের তীব্র সমালোচনা করা হয়। সেই সঙ্গে আহবান জানানো হয় গণতন্ত্র ফিরিয়ে আনতে। পরে জোটের পক্ষ থেকে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্সুদি। ইন্দোনেশিয়া এবং আসিয়ান মিয়ামারে চলমান সংহিসতায় গভীর উদ্বিগ্ন। নিহত এবং আহতদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বলে জানান তিনি। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মিয়ানমারের জান্তা সরকার। ১ ফেব্রæয়ারি আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত মিয়ানমারে ৬ সাংবাদিককে আটক করা হয়েছে। এদিকে মিয়ানমারে বিক্ষোভে ক্রমেই বাড়ছে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি চালানোর ঘটনা। গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছিলেন তারা। ফিরেছেন লাশ হয়ে। মিয়ানমারে চলমান বিক্ষোভে নিহতদের শেষ বিদায় জানানো হয় মঙ্গলবার। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরে লাশ নিয়েও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রথমদিকে খানিকটা নমনীয় থাকলেও ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মিয়ানমারের সেনাবাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাড়ছে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি চালানোর ঘটনা। এ ছাড়াও বিক্ষোভ দমনে টিয়ার শেল, জলকামান এবং গ্রেনেডও ব্যবহার করা হচ্ছে। তবে দাবি আদায়ে একাট্টা সামরিক সরকারবিরোধীরা। গণতন্ত্র ফিরিয়ে আনার আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ