Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নর্থইস্ট-আসিয়ান বিজনেস সামিট উপলক্ষে ভারতে বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ‘নর্থইস্ট বিজনেস সামিটে’ যোগ দিতে গতকাল সকালে ভারত গেছেন। আগামী ০৭-০৮ এপ্রিল ভারতের মনিপুরস্থ ইম্ফল-এ বিজনেস সামিট অনুষ্ঠিত হচ্ছে। এ সামিট টি ইন্ডিয়ান চেম্বান অফ কমার্স, ভারতের মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিওন ও মনিপুর রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজন করা হয়েছে। এ সামিটে ভারতের কেন্দ্রীয় সরকারের ডেভেলপমেন্ট অফ নর্থ-ইস্টার্ন রিজিওন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সভাপতিত্ব করবেন। প্রধান অতিথির বক্তব্য রাখবেন মনিপুর রাজ্যের চিফ মিনিস্টার অকরাম আইবোবি সিং। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৭ অক্টোবর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। বাণিজ্যমন্ত্রী এ শীর্ষ সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভারত ও আসিয়ানভুক্ত দেশসমূহের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় করবেন। বাংলাদেশের বাণিজ্য প্রসারে তথা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্মলা সিথারামনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বক্তব্য রাখবেন। ৮ এপ্রিল মন্ত্রী দেশে ফিরবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নর্থইস্ট-আসিয়ান বিজনেস সামিট উপলক্ষে ভারতে বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ