Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ আসিয়ান সংলাপে অংশীদার হতে চায়

আসিয়ানের তৃতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশ আসিয়ানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। গতকাল ঢাকায় ইন্দোনেশিয় দূতাবাসে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের তৃতীয় ‘পতাকা উত্তোলন অনুষ্ঠানে’ একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্ক ও বিমসটেকের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিবেশি আসিয়ান দেশগুলোর সঙ্গে বৃহত্তর পরিসরের সম্পর্ক আঞ্চলিক সংযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে সহায়তা করবে।
তিনি বলেন, এই সম্পর্কের প্রাতিষ্ঠানিকীকরণ শুধু দুটি ঐতিহাসিক এলাকার মধ্যে সেতুই স্থাপন করবে না, এর ফলে বিনিয়োগ, বাণিজ্য প্রসার ও সাংস্কৃতিক সম্পর্ককেও সমৃদ্ধ করবে।
দক্ষিণ এশিয়ার দেশ হওয়ায় বাংলাদেশ দ্রুত বর্ধনশীল এই অর্থনৈতিক জোটের সদস্য নয়। তবে আসিয়ান সচিবালয়ের অনুমতিতে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) প্রতিষ্ঠা করা হয়। এই কমিটিই ১৯৬৭ সালের ৮ আগস্ট আসিয়ানের প্রতিষ্ঠার ৪৯তম বার্ষিকী উদযাপনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল বিশ্বে আঞ্চলিক জোটগুলোর মধ্যে আসিয়ান যে ‘সবচেয়ে সফল’ তাতে কোনো সন্দেহ নেই। আসিয়ানের অর্থনৈতিক সম্ভনাকে ‘নিঃসন্দেহে দারুণ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এটা এখন নির্মাণ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে; পাশাপাশি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজারও।
অনুষ্ঠানে অন্যদের মধ্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইবান বিরান্তা-আতমাদজা, মালয়েশীয় হাই কমিশনার নুর আশিকিন মোহাম্মদ তাইব, মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান, ফিলিপিন্সের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও বানদিল্লো ও থাইল্যান্ডের রাষ্ট্রদূত সোয়ান্নাপোংসে এসময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ আসিয়ান সংলাপে অংশীদার হতে চায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ