Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার আলিগড়ে দলিত কিশোরীর লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ভারতের উত্তরপ্রদেশে নারীদের নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। এবার ১৬ বছরের এক দলিত কিশোরীর লাশ উদ্ধার হলো আলিগড়ে। ঘাস কাটতে সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। রাতে গমের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রবিবার আলিগড়ের আকরাবাদ এলাকায় ঘটনা ঘটে। সকালে বেরিয়ে বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার পরিবারের লোকজন। খোঁজ না পাওয়ায় গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে এলাকায় তল্লাশি শুরু করেন তারা। কিন্তু বিকেল গড়িয়ে রাত হলেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি। শেষে রাতের বেলা এলাকার একটি গমখেত থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে হাজির হয় আলিগড় পুলিশের একটি দল। কিন্তু সেখানে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয় তাদের। মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন স্থানীয়রা। তাতে প্রণেন্দ্র কুমার নামের এক ইন্সপেক্টর আহত হন। পরে পরিস্থিতি শান্ত হলে কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। আলিগড়ের সিনিয়র পুলিশ সুপার মুনিরাজ বলেন, ঘাস কাটতে বেরিয়েছিল মেয়েটি। বেশ কয়েক ঘণ্টা পার হওয়ার পরও না ফিরে যাওয়ায় তার খোঁজ শুরু করেন বাড়ির লোকজন এবং গ্রামবাসীরা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ-উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২১
৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ