Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভয়নগরে ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

যশোরের অভয়নগরে গাছের সাথে ঝুলন্ত বিবস্ত্র পুরুষের লাশ উদ্ধার হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (৩৮)। তার বাড়ি অভয়নগরের বুইকরা গ্রামে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। গতকাল উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বুধবার সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়া এলাকাবাসী কবিরাজ বাগানে একটি লাশ দেখতে পায়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আনুমানিক ৫০ বছর বয়সি বিবস্ত্র এক পুরুষের লাশ একটি দেবদারু গাছের সাথে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তার গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেওয়া ছিল। এছাড়া ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা ছিল।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকান্ড মঙ্গলবার রাতের কোন এক সময় সংগঠিত হতে পারে। তিনি আরও জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ