বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লার নন্দলালপুরের আঁখি আক্তার (২০) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা পুলিশ। গত বুধবার সকালে স্থানীয় একটি ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া ভেড়ামারা ওসি শাহাজালাল জানান, বুধবার সকালে স্থানীয় একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় নিহত আঁখির লাশ উদ্ধার করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে নিহতের নাম আঁখি এবং বাবার নাম আলম ও মায়ের নাম তসলিমা এবং ফতুল্লা থানার নন্দলালপুরের বলে জানতে পারেন।
তিনি আরো জানায়, পরবর্তীতে ব্যাপক তথ্যনুসন্ধান শেষে নিহতের পরিবারের সাথে কথা বলে জানতে পারেন যে, নিহত আঁখির পরিবার এক সময় নন্দলালপুরে বসবাস করতেন। বর্তমানে মেয়েটির পরিবার ফরিদপুর রাজবাড়ীতে থাকলেও আঁখি নন্দলালপুরের একটি কারখানায় কাজ করেন এবং সেখানেই বসবাস করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।