বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে গতকাল রোববার দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- বাকলিয়া এলাকার রায়হান হোসেন রাকিব (২৫) ও বায়েজিদ এলাকার ফারজানা আক্তার (২৭)। পরিবারের দাবি, তারা আত্মহত্যা করেছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।
রায়হান হোসেন বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ডের বশির আহমেদ সরদার বাড়ির মৃত নুরুল আলমের পুত্র। ভোরে বাকলিয়ার ইসহাকের পুল এলাকায় একটি অফিসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে একই সময়ে বায়েজিদ থানার চন্দ্রনগর নাছির ভবনে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছানো ফারজানা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ফারজানা আক্তার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালামদার মন্ডল পাড়া পুলিশ বাড়ির মাসুদ রানার স্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।