Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গ বিধানসভায় ৮ দফার ভোট শুরু ২৭ মার্চ

নির্বাচনে তফসিল ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন হবে ৮ দফায়। প্রথম দফায় ভোট গ্রহণ হবে ২৭ মার্চ। শেষ হবে ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে ২ মে। প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা গতকাল শুক্রবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন।
প্রথম দফার নির্বাচন হবে ৩০টি আসনে। দ্বিতীয় দফার নির্বাচন হবে ১ এপ্রিল ৩০টি আসনে। তৃতীয় দফার নির্বাচনও হবে ৩১টি আসনে ৬ এপ্রিল। এরপর নির্বাচন হবে যথাক্রমে ৯ এপ্রিল ৪৪টি আসনে, ১৭ এপ্রিল ৪৫টি আসনে, ২২ এপ্রিল ৪৩টি আসনে, ২৬ এপ্রিল ৩৬টি আসনে এবং ২৯ এপ্রিল ৩৫টি আসনে। মোট ৮ দফায় ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সব ভোটকেন্দ্র হবে এবার পাকা বাড়ির নিচতলায়। দোতলা বা তিনতলায় কোনো ভোটকেন্দ্র হবে না। ভোটকর্মীদের করোনার টিকা নিতে হবে। আর এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে দেয়া হয়েছে।
এ ছাড়া এবার তামিলনাড়–, কেরালা, আসাম ও পদুচেরি বিধানসভারও নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনসহ ৫টি রাজ্যের মোট ৮২৪টি আসনে এবার নির্বাচন হচ্ছে। এবার মনোনয়নপত্র দাখিল করা যাবে অনলাইনেও।
মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দুজন যেতে পারবেন। প্রচারের জন্য রোড শোতে যোগ দিতে পারবে সর্বাধিক পাঁচটি গাড়ি। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে পারবেন একসঙ্গে পাঁচজন। তবে এবার বোর্ডের পরীক্ষাকালে ভোট নেয়া হবে না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ